ভিডিওতে দেখুন: ‘রাখে আল্লাহ মারে কে!’
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৪০,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
বিচিএ সংবাদ: রাখে আল্লাহ মারে কে! মৃত্যুর মুখ থেকে ফিরে এলে এই প্রাচীন প্রবাদটাই মনে পড়ে। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলাপুরে এমনই এক ঘটনা ঘটেছে। যা দেখে চমকে যেতে হয়। সেখানে একটি পথ দুর্ঘটনার হাত থেকে এক ব্যক্তির বেঁচে ফেরার ভিডিও দেখে প্রাচীন প্রবাদটাই মনে পড়েছে।
মাঝরাস্তায় পৌঁছনোর পর এক ব্যক্তি ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যান। ট্রাক্টরটিও এগিয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল চাকায় থেঁতলে গেছেন ওই ব্যক্তি। পরে বিষ্ময়করভাবে দেখা গেল ওই ব্যক্তি ট্রাক্টরের তলা থেকে বেরিয়ে পড়ছেন প্রায় অক্ষত অবস্থায়। সামান্য খোঁড়াতে খোঁড়াতে তাঁকে চলে যেতে দেখা গেল।