ভালোবাসা দিবসে শ্যামল শিশিরের রচনায় নাটক ‘লাভবক্স’
প্রকাশিত হয়েছে : ১১:৪০:২১,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: অহনা প্রতিদিন একটি করে উপহারের বক্স পান। কিন্তু কে দেয় তা তিনি জানেন না। হঠাৎ পরিচয় হয় নাঈমের সঙ্গে। দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। এক পর্যায়ে নাঈম তাকে ভালবাসার প্রস্তাব দেন। রাজি হন না অহনা। কারণ না দেখেই উপহারদাতাকে ভালবেসে ফেলেছেন।এমনই গল্প নিয়ে নাট্যকার ও কবি শ্যামল শিশির রচনা করেছেন নাটক ‘লাভবক্স’। নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।আর ভালবাসা দিবসের এই বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়েছেন নাঈম ও অহনা। সম্প্রতি মালয়েশিয়াতে এ নাটকের শুটিং শেষ হয়েছে।‘লাভবক্স’ নামে এই নাটকে অহনাকে ফুলের দোকানের কর্মী চরিত্রে দেখা যাবে।আসছে ভালবাসা দিবস উপলক্ষে কোনো একটি বেসরকারি টিভি চ্যনেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নাট্যকার শ্যামল শিশির।