ভালোবাসা দিবসে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে!
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব ভালোবাসা দিবসে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করেছে তার পরিবার। আগামীকাল শনিবার ভালোবাসা দিবসে এ বিয়ের দিন ধার্য করেছেন তারা। এলাকাবাসী জানায়, উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্যের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামের বাসিন্দা সুনু মিয়ার পুত্র শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে।
তেঁতুলিয়া শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক জানান, মেয়েটির জন্ম তারিখ ০৫-০৪-২০০০ইং। সে হিসাবে তার বয়স মাত্র ১৫ বছর। মেয়ের বাবা বিদ্যালয়ে দাওয়াত নিয়ে এলে শিক্ষকরা দাওয়াত প্রত্যাখান করেন এবং বিয়ে না দেওয়ার জন্য পরামর্শ দেন। মেয়ের পিতা জানান, স্থানীয় সমস্যার কারণে তিনি তার নাবালিকা মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিষয়টি হোসেনপুর ইউএনও মোহাম্মদ শফিউল আলমকে জানানো হলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।