ভালোবাসা দিবসে তাহসান
প্রকাশিত হয়েছে : ১:১৪:০৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। গানের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন অভিনয়েও। ভালোবাসা দিবস এবং পহেলা বৈশাখ উপলক্ষে প্রচার পাবে তাহসান অভিনীত নতুন একটি নাটক। এর মধ্যে শেষ হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত নাটকের শ্যুটিং। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। নাটকে তাহসানের সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে থাকবেন তিশা।
এছাড়া সম্প্রতি মিনারের অ্যালবামের জন্য একটি গান করেছেন তাহসান। অ্যালবামটি আসছে ভালোবাসা দিবসে প্রকাশিত হওয়ার কথা আছে।