ভার্জিন পুরুষ এখন অপছন্দ ভারতীয় মেয়েদের, তারা চায়….?
প্রকাশিত হয়েছে : ৭:৪১:১৫,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতীয় সমাজে যে পাশ্চাত্যের ধাঁচে পরিবর্তনের ছোঁওয়া লেগেছে, এ আর নতুন কথা কী! তরুণ প্রজন্মের মধ্যে তো সেক্স নিয়ে সবকিছুই চলছে খুল্লমখুল্লা৷আর এ প্রসঙ্গেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ অবিবাহিত মহিলারা স্বামী হিসেবে এমন পুরষকেই পছন্দ করছে, যারা ইতিমধ্যেই হারিয়েছে তাদের কৌমার্য৷
বিভিন্ন শহরে করা একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ যদিও এদের মধ্যে অনেকেই বলেছেন, তারা এমন পুরুষ চান, যাদের আগে কোনও অনুভূতি হয়নি৷ কিন্তু বেশিরভাগেরই উত্তর ছিল চমকে দেওয়ার মতো৷এদের বক্তব্য, এখন মেট্রো শহরগুলোতে রমরমিয়ে বাড়ছে লিভ ইন৷বিয়ে পর্যন্ত এখন অনেকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে চান না৷ তাই ভার্জিন স্বামী পাওয়ার ব্যাপারটা এদের মতে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়৷
স্বামীর কৌমার্য রয়েছে কি না এই ব্যাপারেও এদের একটা বড় অংশের বিশেষ কোনও হেলদোল নেই৷কেননা ছেলে হোক বা মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে সকলেই নিজেদের ব্যাপারে খোলাখুলি সিদ্ধান্ত নিতে পারে৷ফলত কেউ যদি বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সেটা তার নিজের ব্যাপার৷ আর বিয়ের জন্য ভার্জিনিটি তো কোনও শর্তই নয়৷
মোদ্দা ব্যাপারটা হল, সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্তে আসা গেছে, ভারতীয় সমাজে এখন এমন অনেক বিষয়েই খোলামেলা আলোচনা হচ্ছে, যেটা নিয়ে অন্তত এক দশক আগেও কেউ কথা বলতে সাহস পেত না৷