ভারত হিস্টিরিয়া রোগে আক্রান্ত: আফ্রিদি
প্রকাশিত হয়েছে : ১:০১:৪৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৯
স্পোর্টস ডেস্ক:: হিস্টিরিয়া একধরনের মানসিক রোগ; যা একজন থেকে অপরজনের মাঝে ছড়িয়ে যায়। আক্রান্ত সবাই একই বিষয় দেখতে থাকে কিংবা অনুভব করতে থাকে। যার উদ্ভব হয় মূলতঃ ভয় কিংবা আতঙ্ক থেকে। কাশ্মীর ইস্যুতে দুই দেশের যুদ্ধাবস্থার মাঝে পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদি এবার মন্তব্য করলেন, ভারতকে যুদ্ধের হিস্টিরিয়ায় পেয়ে বসেছে!
টুইটারে এক পোস্ট ‘বুম বুম’ খ্যাত সাবেক এই ক্রিকেটার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়া ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের একটা ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিনন্দন নামের সেই পাইলট চা খেতে খেতে বলেছেন, তার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে । পাকিস্তানি সেনারা তাকে খুব ভালোভাবে দেখাশোনা করছেন- ইত্যাদি ইত্যাদি।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আফ্রিদি লিখেছেন,’পাকিস্তানি সেনাদের জন্য গর্ববোধ করি।শত্রুদেরকেও এভাবেই আমরা আপ্যায়ন করে থাকি। ভারত যে যুদ্ধের হিস্টরিয়ায় আক্রান্ত হয়েছে,সেটার এখন শেষ হওয়া দরকার।আমরা শান্তিপ্রিয় জাতি।এই সমস্যার একমাত্র সমাধান আলোচনা- যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন।’