ভারত-সৌদির সহায়তা চেয়েছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫৫,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে ভারত ও সৌদি আরবের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
শহীদুল হক বলেন,‘ ইয়েমেনে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। কিন্তু দেশটিতে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায় সেখান থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে কিছুটা সমস্যা হচ্ছে।’
শহীদুল হক আরো বলেন,‘ ইয়েমেনে ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশি থাকতে পারে। যেহেতু দেশটি স্বল্পোন্ন দেশ। সেখানে বহুসংখ্যক বাংলাদেশীর থাকার সম্ভবনা নেই। যারা সেখানে আছেন, তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
তবে আটকে পড়াদের সবাই যে দেশে ফিরে আসতে চায় এমনটা নয়। তাদের মধ্যে যারা ফিরে আসতে চায় কেবল তাদেরকে ফিরিয়ে আনতে ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র সচিব।