ভারত যাওয়া হলো না মোহাম্মদ আলীর
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৫৩,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বেনাপোলের একটি পরিবহন কাউন্টার থেকে ভারতগামী একজন পাসপোর্টযাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পাসপোর্টযাত্রীর নাম মোহাম্মদ আলী (৬৭)। বাবার নাম প্রয়াত করম আলী। বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার মোহনবাজার এলাকার নদবন্দ গ্রামে।
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ওই পাসপোর্ট যাত্রী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌঁছানোর পর বাস থেকে নেমে টয়লেটে যান। পরে টয়লেট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ‘রজনী ক্লিনিকে’ নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।