ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে আরেক ফাইনাল: ইনজামাম
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৫০,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
বিশ্বকাপ জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের জন্য মন খারাপ করবেন না বলে জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। আগুনে এ ম্যাচ সামনে রেখে এখনই উত্তেজনার পারদ ঊর্ধ্বে। অনলাইনে টিকিট ছাড়ার ২০ মিনিটের মধ্যেই এ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।
বিশ্বের প্রায় ১.৩ বিলিয়ন মানুষ এই ম্যাচ দেখবে। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছেভারত-পাকিস্তান। কিন্তু ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১১- একবারও পাকিস্তান জিততে পারেনি। আর এই পাঁচ ম্যাচেই পাকিস্তানের হারের সাক্ষী হয়ে আছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এবার ভারতের বিপক্ষে পাকিস্তান কি করতে পারে তা নিয়ে কোন মন্তব্য করতে চান নি তিনি।
তবে এই ম্যাচকে ফাইনালের আগে আরেক ফাইনাল হিসেবে উল্লেখ করেছেন তিনি। বলেন, ‘বিশ্বকাপের শুরুতেই এবার ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপের আমেজ বাড়িয়ে দিতে এ ম্যাচ অনেক বড় ভূমিকা রাখবে। আমাদের ও ভারত- উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ম্যাচ। এটা ফাইনালের আগে আরেক ফাইনাল। শেষ ফল পাওয়ার আগে এ ম্যাচ নিয়ে কোন মন্তব্য করা কঠিন।
তবে পাকিস্তান যদি শেষ পর্যন্ত শিরোপা জেতে তাহলে ভারতের কাছে হারলেও আমি কিছু মনে করবো না।’ অন্যদিকে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন আগের পাঁচবার না পারলেও এবার ভারতকে পাকিস্তান হারাবে। ‘অনেকের কাছে এই ম্যাচটি বিশ্বকাপ শিরোপার চেয়েও বেশি কিছু। বিশ্বের প্রায় ১.৩ বিলিয়ন মানুষ এ ম্যাচ দেখবে। ভাবতেই অবাক লাগে। বিশ্বকাপে আমরা কখনও ভারতকে হারাতে পারিনি। তবে আল্লাহ’র ইচ্ছায় খুব শিগগিরই এটা ঘটবে।’