ভারতকে হারিয়ে বাংলাদেশ ইউএনএইচআরসির সদস্য নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৮:১০:২২,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৪
: বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, কাতার ও থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দুই বছরের জন্য ইউএনএইচআরসি সদস্য নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য ১৪৯ ভোটে জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভোট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারম্যানে নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী
এরপর বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাধারণ অধিবেশনে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী।