ভারতে মূর্তিসহ মোদি মন্দির নির্মান : ভক্তদের পূজো!
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৪৪,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
আর্ন্তজাতিক ডেস্ক::
জীবিত অবস্থায় কোন ব্যক্তির নামে মন্দির বোধহয় এই প্রথম দেখল ভারতবাসী। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে! নিজের রাজ্য গুজরাটের রাজকোটের কোঠারিয়া রোডের পাশে এমনই এক মন্দির নির্মান করেছেন তারই কয়েক শত অনুগামী-ভক্ত। গালে হাল্কা দাঁড়ি, গায়ে হাফ হাতা পাঞ্জাবি, তার ওপর জহর কোট, গলায় পদ্ম ফুল আঁকা একটি উত্তরীয়-চির পরিচিত সেই পোষাকেই মোদির মূর্তি বসানো হয়েছে সেখানে।
তবে নিজের নামে এই মন্দির দেখে যথেষ্ট ক্ষুব্ধ এবং বিস্মিত স্বয়ং মোদি। বৃহস্পতিবার ট্যুইট করে নিজেই তার ক্ষোভ ঝেড়েছেন। বলেছেন ‘পত্রিকায় দেখলাম আমার নামে মন্দির তৈরি করা হয়েছে। এই ঘটনায় আমি খুবই হতভম্ভ হয়েছি। এটা অত্যন্ত দু:খের এবং ভারতের ঐতিহ্যের পরিপন্থি। আমাদের সংস্কৃতি এই ধরনের মন্দির নির্মান করতে শেখায়নি। এটা আমাকে খুবই দু:খিত করেছে। যারা এটা করেছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো তারা যেন এটা না করেন।’ মোদির বার্তা- ‘যদি আপনাদের কাছে সময় ও সম্পদ থাকে তবে স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার দিকে মন দিন।’
আগামী রবিবার এই মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু মোদির এই বার্তার পরই মন্দিরের নির্মাতা রমেশ উন্ধা উদ্বোধন অনুষ্ঠান বাতিল করে জানিয়েছেন ‘মোদিজি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। এই মন্দিরে ভারত মাতার পূজা করা হবে এবং মোদিজির স্বচ্ছ ভারত অভিযানে অংশ গ্রহণ করব সবাই’।