ভারতে মুসলিমদের ভোটাধিকার প্রত্যাহারের প্রস্তাব
প্রকাশিত হয়েছে : ১২:৫০:২৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ভারতে মুসলিমদের স্বার্থেই তাদের ভোটাধিকার প্রত্যাহার করে নেয়া উচিত বলে মনে করেন ভারতে মহরাষ্ট্রের হিন্দুত্ববাদী দল শিবসেনা। এতে মুসলিমদের নিয়ে ভারতে ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ হবে বলেও মনে করেন তিনি। তাদের দলীয় মুখপত্র ‘সামনা’-তে প্রকাশিত এক নিবন্ধে এ প্রস্তাব দিয়েছে শিবসেনা।
সামনা-তে এই বিতর্কিত নিবন্ধটি লিখেছেন শিবসেনার সিনিয়র নেতা, রাজ্যসভা এমপি ও দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত। আর নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি শিবসেনার প্রয়াত সুপ্রিমো বাল ঠাকরের মন্তব্যকেও টেনে এনেছেন।
বাল ঠাকরেকে উদ্ধৃত করে মি রাউত লিখেছেন, ‘বালাসাহেব বলেছিলেন মুসলিমদের যতদিন ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হবে ততদিন তাদের কোনও ভবিষ্যৎ নেই’। ফলে যেদিন মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে তখন ভারতে যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে থাকেন, তাদের মুখোশ ফাঁস হয়ে যাবে!’
তিনি আরও জানিয়েছেন, বালাসাহেব না কি আজ থেকে পনেরো বছর আগেই প্রস্তাব দিয়েছিলেন ভারতে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়া হোক। মুসলিমদের ভোট না-থাকলে তাদের ভোটের জন্য তদবিরও বন্ধ হয়ে যাবে, এটাই ছিল তার যুক্তি!
তবে শিবসেনা, যারা কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সবচেয়ে পুরনো শরিক দল, তাদের একজন সিনিয়র নেতার এ ধরনের মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে।
বিরোধী কংগ্রেস দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, ‘এটা অত্যন্ত জঘন্য ব্যাপার যে এই ধরনের মন্তব্য আমাদের শুনতে হচ্ছে’!
তিনি আরও মন্তব্য করেছেন ভারতীয়রা এখনও একটি গণতান্ত্রিক দেশেই বাস করেন- কোনো তালেবানি জমানায় নয়! অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকী শিবসেনা নেতার এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও বেআইনি বলে বর্ণনা করেছেন। সঞ্জয় রাউত অবশ্য এই সব সমালোচনার মুখেও তার সুর সরম করেননি, বরং নিজের বক্তব্যের সমর্থনেই সাফাই দিয়েছেন।
সামনা-র নিবন্ধে তিনি ‘মুসলিম ভোটব্যাঙ্ক’ নিয়ে রাজনীতি করার জন্য আক্রমণ করেছেন আকবরউদ্দীন ও আসাদউদ্দীন ওয়াইসির মতো মুসলিম নেতাদেরও – যারা হায়দ্রাবাদ ভিত্তিক দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, যতদিন ভারতে মুসলিমদের ভোট কেনা যাবে – ততদিন মুসলিম সম্প্রদায় পিছনেই পড়ে থাকবে, আর তার ফায়দা লুটবেন এই ওয়াইসি ভাইদের মতো নেতারা।