ভারতে মহামারীর দিকে যাচ্ছে সোয়াইন ফ্লু, বাংলাদেশে সতর্কতা
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৩৫,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতে সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেখানে এই পরিস্থিতি দ্রুত মহামারীর দিকে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ভারতের সঙ্গে বিস্তৃত সীমান্ত ও অবাধ বাণিজ্য সম্পর্ক থাকায় এই প্রাণঘাতী ভাইরাস রুখতে বাংলাদেশেও জারি করা হয়েছে সতর্কতা।
ইতোমধ্যে ভারতে সুয়াইন ফ্লুতে অাক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৩ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১১ হাজার। গত ৩ দিনেই ভারতের বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লুতে মারা গেছেন ১০০ জনেরও বেশি মানুষ।
দিল্লির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে এরইমধ্যে ১৭০০ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন। তবে এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি গুজরাটে। সেখানে মৃতের সংখ্যা ১৭৬ ছুঁয়েছে। এছাড়া সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে কাশ্মীরেও। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৪ জন। তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা ৪৬, আক্রান্ত ৩৪ জন। উত্তরপ্রদেশে সোয়াইন ফ্লুতে মারা গেছেন ৬ জন। নতুন করে আরও ২৪ জন এই রোগে আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জন।
এদিকে বাংলাদেশের পাশ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেও সোয়াইন ফ্লুর বিস্তার ঘটেছে। এখন পর্যন্ত সে রাজ্যে ৬ জন এই ভাইরাসে অাক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারও মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এদিকে ভারতে সোয়াইন ফ্লু বিস্তারের কারণে বাংলাদেশে যাতে এর সংক্রমণ না ঘটে এজন্য বক্ষব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪টি জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। এছাড়া ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষারও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একইভাবে সতর্কতা জারি রয়েছে বিভিন্ন স্থলবন্দরেও।
চিকিৎসকরা প্রাণঘাতী এই ভাইরাস সম্পর্কে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সন্দেহজনক কোনও উপসর্গ দেখা দিলেই রোগীকে সঙ্গে সঙ্গে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।