ভারতে বিয়ে না করায় শিক্ষকের মুখে এসিড ছুড়ল ছাত্রী
প্রকাশিত হয়েছে : ১১:৪০:০৩,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করার প্রতিশোধ নিতে এসিড ছুড়ে শিক্ষকের মুখ ঝলসে দিয়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
শনিবার অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার একটি সরকারি পলিটেকনিক কলেজে এঘটনা ঘটে।
গুন্টুরের ডিএসপি কে. নরসিমা জানান, আহত ভেঙ্কটরমন ওই কলেজের অধ্যাপক। তার গায়ে এসিড ছুড়ার সময় ধস্তাধস্তিতে এসিড গায়ে পড়ে ওই ছাত্রীও আহত হয়।
তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নরসিমা বলেন, “ওই তরুণী বোরকা পরে কলেজের গেইটে অপেক্ষা করছিল। দুপুরের বিরতির সময় ভেঙ্কটরমন বাইরে এলে তার দিকে এসিড ছুড়ে।
“এতে ভেঙ্কটরমনের মুখমণ্ডল ঝলসে যাওয়ার পরও তিনি তার হাত ধরে আটকাতে চেষ্টা করেন।”
ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটির গালেও কয়েক ফোঁটা এসিড পড়ে বলে জানান নরসিমা।
মেয়েটি বিশাখাপট্টনামের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ডিগ্রিতে পড়ার সময় শিক্ষক ভেঙ্কটরমনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে ডিগ্রি উত্তীর্ণ হয়ে মেয়েটি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভেঙ্কটরমনও কর্মক্ষেত্র পরিবর্তন করেন।
গত বছর অন্য এক নারীকে বিয়ে করার পর থেকেই ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন ভেঙ্কটরমন।