ভারতে বিষাক্ত মদ পানে ৩৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০৪,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ভারতের মুম্বাইয়ে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে মুম্বাই শহরতলীর লক্ষ্মীনগর বস্তিতে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন তারা।
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি জানান, গতকাল রাত ৭টা ৩০ মিনিটের দিকে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়লে শহরের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয় তাদের। চিকিৎসাধীন অবস্থায়ই একে একে ওই ৩৩ জন মারা যান। এ ঘটনায় আরও ৩০ জনকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কেইএম ও শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কুলকার্নি।
এদিকে বিষাক্ত এ মদ প্রস্তুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আরও তদন্ত চলছে বলেও জানায় মুম্বাই পুলিশ।
এক ভুক্তভোগীর স্ত্রী তায়রা খান ভারতের মিডডে পত্রিকাকে জানিয়েছেন, পেটে ব্যথা ও বমি হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন। এর তিন ঘণ্টা পরে তিনি মারা যান। তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। এ বছরের জানুয়ারি মাসে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে মৃত্যু হয় ২৯ জনের।
তবে ভারতে মাঝেমধ্যে বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে নিহত হয় ১৭০ জন। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশে একই কারণে নিহত হয় ৩০ জন। ২০০৯ সালের জুলাই মাসে গুজরাটে চোলাই মদ পানে নিহত হয় শতাধিক মানুষ। এর আগে ২০০৪ সালে মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে মারা যান ৮৭ জন।
সূত্র: খবর এনডিটিভির, মিডডে