ভারতে বরযাত্রীবাহী বাস বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ২৫
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২৬,অপরাহ্ন ১৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ভারতের রাজস্থানে বরযাত্রীবাহী একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন ২৫ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে টংক জেলার পাচিভার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। খবর এনডিটিভি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারও পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের উপর দিয়ে যাওয়া ১১কেভি বৈদ্যুতিক তারটি সরিয়ে ফেলার জন্য তারা কর্তৃপক্ষের কাছে অনেকবার অনুরোধ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।
আহত বেশ কয়েকজনকে মালপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জয়পুরের এমএসএম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।