ভারতে নিষিদ্ধ হলো গরুর মাংস
প্রকাশিত হয়েছে : ১১:০৩:২৯,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
গরুর মাংস খাওয়া ও বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকার। গরুর মাংসের ব্যবসা করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রূপি জরিমানাও ঠিক করা হয়।
মহারাষ্ট্র পশু রক্ষা আইন (১৯৭৬) অনুযায়ী গরু ও ষাঁড় উভয় প্রাণী হত্যা, ভক্ষণ ও বিক্রি নিষেধ ছিল। তবে ১৯৯৫ সালে শিবসেনা শাসনামলে এই আইন সংশোধন হয়। এবার এই সংশোধিত আইনে আনা হয়েছে পরিবর্তন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস নিজের অফিশিয়াল টুইটার থেকে এই নিষেধাজ্ঞা আরোপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে, চলতি বছর ফেব্রুয়ারি থেকেই মাংস বিক্রেতারা তাদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এখন তারা নিজেদের ও কৃষকদের জীবিকার ওপর এ অপ্রত্যাশিত আঘাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলেও জানায় ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন।
উল্লেখ্য, ভারতে গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সূত্র- ডন।