: ভারতের মঙ্গল অভিযাত্রা নিয়ে ব্যাঙ্গাত্নক কার্টুন ছেপে ব্যাপক বিতর্কের মুখে অবশেষে ক্ষমা চেয়েছে নিউইর্য়ক টাইমস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী দৈনিক ভারতের মহাকাশযান মঙ্গোলিয়ান নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। মঙ্গোলিয়ান হলো ভারতের প্রথম মহাকাশযান। এটি প্রথম উড্ডয়নেই মঙ্গলের কক্ষপথে সফলভাবে পৌঁছে ইতিহাস সৃষ্টি করে।
এরপর ভারতের ওই মাহাকাশযান নিয়ে ‘ইন্ডিয়াস বাজেট মিশন টু মার্স’ শিরোনামে একটি খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। ওই সংবাদের সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি কার্টুন। যা প্রকাশের পড় পাঠকদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
কার্টুনে দেখা যায়, একজন কৃষক গরু নিয়ে একটি কক্ষের দরজার কড়া নাড়ছেন। ভেতরে ‘এলিট স্পেস ক্লাব’র ব্যানারে দু’জন মানুষ চেয়ারে বসে সংবাদপত্র পড়ছেন। বাংলানিউজ রিপোর্ট। অ্যান্ড্রু রোসেন্থাল নামে নিউইর্য়ক টাইমসের সম্পাদকীয় পাতার সম্পাদক এক ফেসবুক পোস্টে লেখেন, কার্টুনটি প্রকাশের পর অনেক পাঠক বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
কার্টুনটি তৈরির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, মহাকাশ অভিযান এখন আর ধনীদের বিষয় নয়। কার্টুনের মাধ্যমে আমরা এ বিষয়টি বোঝাতে চেয়েছি। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের মার্স অরবিটর মিশন (এমওএম) এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।