ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করে আ’লীগ —প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:০৪,অপরাহ্ন ১৬ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে নিজেদের ন্যায্য অধিকার আদায় করে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার পর ভারতের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে মুজিব-ইন্দিরা চুক্তি হয়েছিল,তা কোনও দিন বাস্তবায়নের চেষ্টা করেনি বিএনপি। আওয়ামী লীগই ক্ষমতায় এসে ভারতের কাছ থেকে এ অধিকার আদায় করেছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ভারতের তোষামোদি করে। আমরা ভারতের কাছ যমুনা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করেছি, বিএনপি তা করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের রাজনীতি করে। ২০০৬ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে সারাদেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। কানসার্টে বিদ্যুতের জন্য গুলি করে মানুষ হত্যা করেন খালেদা জিয়া। অন্যদিকে, ক্ষমতায় এসে আওয়ামী লীগ যখন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন তারা তা জ্বালিয়ে দেয়।
শনিবার বিকেল চারটার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভামঞ্চে পৌঁছেন। এ সময় দলীয় সভানেত্রীকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
জনসভা মঞ্চে আরও উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মঈদ উদ্দিন মণ্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদসহ স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে বেলা ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি।