ভারতের কাছে হারলো পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৫৭,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় দিনে মুখোমুখি হয়ে ৭৬ রানে পাকিস্তানকে পরাজিত করলো এশিয়ার পরাশক্তিধর দেশ ভারত । ৩০১ রানের টার্গেটে ওপেনিং করতে নেমে শুরুতেই বিদায় নেন ইউনুস খান ১০ বলে ৬ রান করে । এরপর হারিস সোহেল ৪৮ বলে ৩৬ রানে আউট হলে শুরু হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের সাজঘরে ফিরে। ৭৩ বলে ৪৭ রানে আহমেদ শেহজাদের উইকেট খোয়ানোর পর পাকিস্তানের স্কোরকার্ড থেকে ৫ উইকেট হাওয়া হয়ে যায় আর কোনো রান যোগ না করতেই। একে একে শূন্য রানে ফিরে যান মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও উমর আকমল। তাদের বিদায়ের পর অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে নিয়ে মিসবাহ সামান্য প্রতিরোধের চেষ্টা করলেও ২২ বলে ২২ রানে বিদায় নেন আফ্রিদিও। আর মাঠে নেমে ওয়াহাব রিয়াজও সঙ্গ দিতে পারেননি মিসবাহকে। তিনিও ফিরে যান দলীয় ১৫৪ রানে। অধিনায়ককে সঙ্গ দিতে চেষ্টা করেও ব্যর্থ হন বোলার ইয়াসির শাহ ২৩ বলে ১৩ রানে । শেষে অনেক চেষ্টা চালিয়ে অধিনায়ক মিসবাহও ৮৪ বলে ৭৬ রান ফিরে যান ।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভারত বনাম পাকিস্তান সংক্ষিপ্ত স্কোর:
পাকিন্তান ব্যাটিং ২২৪/১০ (৪৭ ওভার)
আহমেদ শেহজাদ ৭৩ বলে ৪৭ রান
ইউনুস খান ১০ বলে ৬ রান
হারিস সোহেল ৪৮ বলে ৩৬ রান
মিসবাহ উল হক ৮৪ বলে ৭৬ রান
উমর আকমল ৪ বলে ০ রান
সোয়েব মাকসুদ ২ বলে ০ রান
শহীদ আফ্রিদি ২২ বলে ২২ রান
ওয়াহাব রিয়াজ ২ বলে ৪ রান
ইয়াসির শাহ ২৩ বলে ১৩ রান
সোহেল খান ৯ বলে ৭ রান
মোহাম্মদ ইরফান ৪ বলে ০*রান
ভারত ব্যাটিং ৩০০ /৭ (৫০ ওভার)
রোহিত শর্মা ২০ বলে ১৫* রান
শেখর ধাওয়ান ৭৬ বলে ৭৩* রান
বিরাট কোহলি ১২৬ বলে ১০৭* রান
সুরেশ রায়না ৫৪ বলে ৭৪* রান
মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ১৮* রান
মোহাম্মদ শামি ৩ বলে ৩* রান