ভাটারায় শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১৩,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজধানীর ভাটারা এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম ফারজানা আক্তার (৯)।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার সুজনটেক থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শিশুটির মামা হাসিবুল জানান, সোমবার বিকেল ৪টার দিকে তার গৃহ শিক্ষিকা হ্যাপী আক্তারের কাছে সে প্রাইভেট পড়ছিলো। এসময় তার লেখার পেন্সিল শেষ হয়ে যাওয়ায় সে পেন্সিল কিনতে বাসা থেকে বের হয়ে দোকানে যায়। তার ফিরতে দেরি হওয়ায় তার খোঁজ করা হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে তার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই নজরুল ইসলাম জানান, পেন্সিল কিনতে বাসার বাইরে এসে ফারজানা নিখোঁজ হয়। পরে বস্তাবন্দী অবস্থায় তার মৃতদেহটি পাওয়া যায়। তার হাত বাঁধা ছিলো এবং তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ফারজানার পিতার নাম ফারুক হোসেন। গ্রামের বাড়ী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ডুমিশিয়া গ্রামে। সে স্থানীয় সোলমাইট উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।