ভাঙচুর, মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্যদিয়ে সিলেটে হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ৭:২৫:০২,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ছাত্রদলের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্যদিয়ে সিলেটে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে সিলেট জেলায় এ হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রোববার সকাল ৮টার দিকে নগরীর কুমারপাড়ায় এলাকার কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট জেলা ছাত্রদল নেতা লিটন আহমদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এসময় মিছিলকারীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। এছাড়াও একই স্থানে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে ওঠে।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা নগরীর শাহী ঈদগাহ এলাকায় দুটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে বলে খবরও পাওয়া গেছে। এছাড়া, নগরীর লামাবাজার এলাকায় পিকেটিং করেছে জেলা ও মহানগর বিএনপি।
সিলেট জেলা ছাত্রদল নেতা লিটন আহমদের নেতৃত্বে বের হওয়া ওই মিছিলে উপস্থিত ছিলেন, সামাদ আহমদ, নাহিয়ান সাকির চৌধুরী রকি, নাহিদ আহমদ মন্টি, রোমান আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, রুবেল আহমদ, রিয়াজ আহমদ ও আবির আহমদ।
এদিকে, হরতালকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত থেকেই সিলেট জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান,‘নগরীতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। নাশকতা ঠেকাতে নগরীর প্রতিটি মোড়ে পুলিশ অবস্থান করছে। এদিকে, হরতালে নগরীতে রিক্সা চলাচল করতে দেখা গেছে। বিক্ষিপ্তভাবে চলছে সিএনজি অটোরিক্সাও। তবে, দূর পাল্লার কোন বাস চলছে না বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির এক জরুরী সভায় এ কর্মসুচী ঘোষনা করেন বিএনপি নেতৃবৃন্দ।