ভাই-ভাতিজাসহ আওয়ামী লীগ নেতা চাঁদাবাজির দায়ে জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪১,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
চাঁদাবাজির মামলায় ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। অন্য দু’জন হলেন, মেয়রের ভাতিজা সাজ্জাতুল আলম মুন্না ও মামাতো ভাই ঠিকাদার সোয়ালমান হোসেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিদুল ইসলাম এ নির্দেশ দেন। বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আনোয়ার হোসেন খোকন মোল্লা জানান, আসামিরা নির্ধারিত তারিখে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী কবির আহম্মেদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ৭৫ হাজার টাকা চাঁদার গ্রহণ করে মেয়রসহ আসামিরা। এমন অভিযোগে ৬ মাস পূর্বে আদালতে একটি মামলা দায়ের হয়। তবে আফজাল হোসেনের দাবি, কাউন্সিলরের অবৈধ দাবি না মানায় তারা একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে।