ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৪৪,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
জানা গেছে, ভর্তি পরীক্ষা চলাকালে কলেজের প্রধান গেটের সামনে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৮/৯ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী।