বড়লেখায় বাস পোড়ানোর মামলায় জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪২,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা পুড়ানো মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে জামায়াতের রুকন ছাদ উদ্দিন জবদুল (৩১) কে করেছে পুলিশ। ছাদ উদ্দিন উপজেলার দাসের বাজার ইউপি’র লঘাটি গ্রামের বাসিন্দা মৃত ছমির উদ্দিনের পুত্র। গতকাল দুপুরে বড়লেখা পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছরের (১২ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেক করে ১০০/১২০ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে এ মামলার এজাহার দাখিল করেন।