বড়লেখায় চা বাগানের লেভার পেমেন্টের টাকা ছিনতাই : দুই কর্মচারী আহত
প্রকাশিত হয়েছে : ৪:১২:৫২,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: বড়লেখার কেরামত নগর চা বাগানের শ্রমিক বেতনের দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বাগান কর্মচারীর মাথায় রিভলবার ধরে ও কিরিছ দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা এ টাকা লুট করে নিয়ে যায়। গুরুতর আহত বাগান কর্মচারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় এ রিপোর্ট লেখাকালীন রাত সাতটায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টাকা ছিনতাইর ঘটনায় চা বাগান ব্যবস্থাপক মারুফ আহমদ থানায় মামলা করেছেন। জানা গেছে, কেরামত নগর চা বাগানের স্টাফ বেতন ও লেভার পেমেন্টের (তলব) জন্য বৃহস্পতিবার কৃষি ব্যাংক বড়লেখা শাখা হতে তিন লাখ টাকা উত্তোলন করা হয়। বাগানের মূল অফিসে দেড় লাখ টাকা পেমেন্ট শেষে ফাঁড়ি বাগান লক্ষীছড়ার শ্রমিকদের পেমেন্ট দিতে মোটরসাইকেল যোগে দুই কর্মচারী সিরাজ বাবু ও দিজুমনি রওয়ানা হন। কিছু দূর যাওয়ার পর অস্ত্রধারী দুই ছিনতাইকারী টাকা বহনকারী কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের মাথায় বিভলবার ধরে ও কিরিছ দিয়ে কুপিয়ে তাদের আহত করে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাত সাতটায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাগান ব্যবস্থাপক মারুফ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টাকা ছিনতাইর ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।