‘বড়দিন ও থার্টিফাস্ট নাইটে সর্বোচ্চ সতর্কতা’
প্রকাশিত হয়েছে : ২:০৬:৪৭,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বড়দিন ও ইংরেজি নববর্ষের থার্টিফাস্ট নাইট উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা নজরদারি থাকবে। দুটি উৎসব যেন জনগণ নির্বিঘ্নে উদযাপন করতে পারে এজন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। তার পর পরই ইংরেজি নববর্ষের থার্টিফাস্ট নাইট। দুটি উৎসবকে সামনে রেখে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, র্যা ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও খ্রীস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান খান বলেন, বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, গুলশান, বনানী, বারিধারা এলাকায় চলাচলে বিশেষ নির্দেশনা ও দেশব্যাপী গোয়েন্দা নজরদারি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের চার্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের কারাগারে বন্দী নূর হোসেনকে (নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত) ভারত সরকার যখন ফেরত দেবে তখনই আমরা তাকে দেশে ফেরত আনব। এ জন্য একটু অপেক্ষা করতে হবে।