ব্লগার অনন্ত হত্যার তদন্তভার যাচ্ছে সিআইডিতে
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৫৫,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব চলে যাচ্ছে সিআইডিতে। হত্যাকাণ্ডেরর ১৪ দিন পর পুলিশ সদর দপ্তর থেকে এমন নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে এক ক্ষুদ্রে বার্তায় বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
তিনি জানান, আজ পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেয়া হয়েছে অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডিতে দেয়ার জন্য।
তবে বিকেল পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্ত কাজ সিআইডিতে হস্তান্তর করা হয়নি।
প্রসঙ্গত, গত ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে অনন্তকে হত্যা করে দুর্বৃত্তরা। ছাতকের ঝাউয়াবাজারের পূবালী ব্যাংকের শাখার কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বেরিয়েছিলেন। কয়েক’শ গজ যাওয়ার পর ৪ জন ঘাতক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের পর প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারাদেশে।
কিন্তু হত্যাকান্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও অগ্রগতি হয়নি তদন্তের। কে বা কারা, কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিছুই বের করতে পারেনি পুলিশ। যে কারণে অনন্ত বিজয় হত্যাকাণ্ডের মামলার তদন্তভার আজ সিআইডিতে হস্তান্তর করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।
তবে জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) অনন্ত হত্যার দায় নিয়েছে- এমন বক্তব্য দিয়ে হত্যাকাণ্ডের ঘণ্টা দুয়েকের মধ্যে আনসার আল-ইসলাম একটি টুইট করলেও এমন দাবির সত্যতা একনো নিশ্চিত নয়। এরআগে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যারও দায় নিয়ে টুইট করতে দেখা গিয়েছিল।
মাস তিনেকের ব্যবধানে বাংলাদেশে সমমনা তিন ব্লগার- অভিজিৎ রায়, ওয়াশিকুর ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশ- হত্যাকাণ্ডের প্রতিবাদ এসেছে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও। তবে এসব ঘটনার তদন্তে পুলিশ এখনো সফলতার মুখ দেখেনি।