ব্যারিকেড তুলে নিলেও গুলশান কার্যালয় থেকে বের না হবার ঘোষণা খালেদার
প্রকাশিত হয়েছে : ১০:২৪:২১,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: গত ১৫ দিন টানা প্রশাসনিক ব্যারিকেডে অবরুদ্ধ থাকার পর আজ সোমবার পুলিশি ব্যারিকেড তুলে নিলেও সেখানে এখনো অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন। জানা গেছে, আন্দোলনের দাবী পুরনে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গুলশানে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয় থেকে বের হবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
সোমবার দুপুরে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে দেশে অবরোধ চলছে। তাই নতুন করে দলের কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই খালেদা জিয়ার।’
এর আগে রোববার রাত আড়াইটার দিকে বিএনপির চেয়ারপারসনের এই কার্যালয়ের সামনে থেকে পুলিশের দুটি ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে কার্যালয়ের সামনে অবস্থানরত অতিরিক্ত পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করা হয়। এর পর থেকে সেখানে অল্প কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে সোমবার দুপুরে সেই অল্প কয়েকজন পুলিশ সদস্যকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া এই কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় ছিলেন। গতকাল রাতে কার্যালয়ের সামনে থেকে পুলিশের দুটি ভ্যান ও জলকামান এবং সেখানে অবস্থানরত অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হলেও এখন পর্যন্ত কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।