ব্যবসায়ীকে মারধর, মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১২:৩০:২০,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টায় কেন্দ্রীয় বাসটার্মিনালে মুন্না ভ্যারাইটি স্টোরে রেক্সিন কিনতে যান পূর্ব গণেশপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মেহেদী হাসান। এসময় দরদাম নিয়ে দোকানের মালিক মোজাম্মেল হকের (৪৫) সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
কিছুক্ষণ পরে মেহেদী তার ১০/১২ জন লোকজন নিয়ে দোকানে হামলা চালিয়ে মোজাম্মেল হককে উপর্যুপরি মারধর করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোজাম্মেলের বাড়ি পার্শ্ববর্তী দামোড়ারপুর এলাকার প্রেসিডেন্টের মোড়ে।
এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় বাসটার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর অর রশিদ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রেজওয়ান সিদ্দিকীর নেতৃত্বে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্তব্যরত পুলিশের এসআই হোসেন আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর অর রশিদ জানান, প্রকাশ্যে এভাবে ব্যবসায়ীকে যেভাবে আঘাত করা হলো। তাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।