বৌদিকে ধর্ষণ করে আগুনে পোড়াল দেবর
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৫১,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
বৌদিকে ধর্ষণ করে তার গায়ে আগুন ধরিয়ে দিল দেবর। ভারতের উত্তর প্রদেশের বহরাইচ শহর সংলগ্ন এক গ্রামের ঘটনা। নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তার গায়ের আগুন নিভিয়ে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে।
তার শরীর ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক৷ এই ঘটনায় পুলিশ এখনও রিপোর্ট দায়ের করেনি৷
স্থানীয় সূত্রে খবর, ২৫ বছরের ওই মহিলা তার তিন বছরের ছেলের সঙ্গে ছিলেন। সেসময় মহিলাকে একা পেয়ে তার খুড়তুতো দেওর বিরজু তাকে হুমকি দিয়ে ধর্ষণ করে।
তিনি যখন তাকে জানায় যে তার স্বামী ফিরে এলে তাকে ঘটনার কথা জানিয়ে দেবে তখন বিরজু তাকে মারধর করে৷ এরপর নির্যাতিতার গায়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়৷ এরপরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে যতক্ষণে প্রতিবেশীরা দৌড়ে এসে গায়ের আগুন নেভান ততক্ষণে মহিলার শরীর ৮০ শতাংশ পুড়ি গিয়েছিল৷ হাসপাতালে ভর্তি করার পর মহিলা দীর্ঘক্ষণ অজ্ঞান ছিলেন৷ এরপরে তার জ্ঞান ফিরলে তিনি ম্যাজিস্ট্রের কাছে লিখিত বয়ান দেন৷
থানা সূত্রে খবর, এই মামলায় এখনও কোনও অভিযোগ জানান হয়নি৷ অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত করা হবে৷