বোনের বিয়েতে চোখধাঁধানো বাড়ি উপহার দিচ্ছেন সালমান
প্রকাশিত হয়েছে : ১:০১:১০,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
বলিউডের তারকা সালমান খানের বোনের বিয়ে আজ। মহা আড়ম্বরপূর্ণ এই বিয়ে ঘিরে উত্সাহও তুঙ্গে। হায়দরাবাদের তাজ ফলকনামা হোটেলে আজ দিল্লির ব্যবসায়ী আয়ূষ শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান বোন অর্পিতা। আদরের বোনের বিয়েতে কী উপহার দিচ্ছেন সল্লু ভাই? অভিনেতা সলমনের দয়ালু হৃদয়ের কথা টিনসেল টাউনে পরিচিত। আর পরিবারের ক্ষেত্রে তো তিনি আরও দরাজ হবেন, সেকথা আর নতুন কী! খান পরিবারের খুবই আদরের মেয়ে অর্পিতা। সালমান তো মনপ্রাণ দিয়ে ভালোবাসেন বোনকে। জানা গেছে, সেই বোনের বিয়েতে একটা চোখধাঁধানো বাড়ি উপহার দিচ্ছেন সালমান। মুম্বইয়ের কার্টার রোডের এই বাড়ির দাম ১৬ কোটি টাকা।
ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন অর্পিতা। তার আগে মুম্বইতেই হয়েছিল মেহেন্দি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এসেছিলেন বলিউডের আর এক খান শাহরুখ। সালমনের সঙ্গেই বোনকে জড়িয়ে ধরে স্নেহচুম্বন দিয়েছেন শাহরুখ। বোনের সৌজন্যে প্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই খান তারকাকে আবার একফ্রেমে দেখা গিয়েছে।