বৈশাখে যৌন হয়রানির ঘটনায় এসআই প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৪৮,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক ::
গত পহেলা বৈশাখের বর্ষবরণে ঢাবি এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার এসআই আশরাফুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরের দিন অর্থাৎ বুধবার তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এ ব্যাপারে ওসি সিরাজুল বলেন, ‘আশরাফুলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ কিন্তু দায়িত্ব আবহেলার কথা এড়িয়ে গিয়ে এ ব্যাপারে তিনি জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন একজন যৌন নিপীড়ককে ধরে এসআই আশরাফের হাতে দেয়া হয়েছিল। কিন্তু এসআই আশরাফ বলছে, তার কাছে কাউকে দেয়া হয় নাই। এজন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া তিনি বলেন, ‘ যৌন হয়রানির ওই ঘটনায় এসআই আশরাফের গাফিলতি ছিল কী-না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।’
সূত্র : বাংলামেইল