বেলজিয়াম বিএনপি দুই ভাগে বিভক্ত
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৫২,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক: আগামী রোববারের একটি মিটিংকে কেন্দ্র করে বেলজিয়াম বিএনপি দুই ভাগে বিভক্ত হয়েছে এখন চরম উত্তেজনা বিরাজ করেছে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
দীর্ঘ ১৪ বছর যাবৎ বেলজিয়াম বিএনপির কমিটির সদ্যস আছেন ১২ জন। এই কমিটি বহাল রেখে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও আনোয়ার হোসেন খোকন চাচ্ছেন কাউন্সিল করতে কিন্তু বেলজিয়াম বিএনপির নেতা কর্মীরা কমিটি বহাল রেখে কাউন্সিল হবে না ঘোষণা দিয়েছেন।
অবিলম্বে কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি করার দাবি জানিয়েছেন তারা। রোববারের সভা বেলজিয়াম বিএনপির একাংশ বয়কট করেছেন।