বেনাপোলে ৬টি হাতবোমা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:০২:৩৩,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রাম থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত কওে জানান, বাহাদুরপুর গ্রামে নাশকতার পরিকল্পনা করছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।