বেনাপোলে সশস্ত্র সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ৮:১০:০২,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বেনাপোলের সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে শুক্রবার সকালে ঝড়ে উপড়ে পড়া রাস্তার পাশে সরকারি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ ২ জন নিহত ও আহত হয়েছে ৫ জন। নিহতের ঘটনায় উত্তেজিত জনতা রঘুনাধপুর গ্রামের ৫টি বাড়িতে আগুন দেয়। নিহতরা হচ্ছেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: আবদুল্লাহ (৫২) ও শামসুর রহমান লাল্টু (৪০)। আহতদের মধ্যে সুমন (২৩), আজগর আলি(৫০), আব্দুল্লাহ (৩৫) এবং হাফিজুর রহমানকে (৩৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হেয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, সকাল ৯টার দিকে রঘুনাথপুর গ্রামের আব্দুর রহমানের ৩ ছেলে নাসির উদ্দিন, আলাউদ্দিন ও ফুলসার উদ্দিন রঘুনাথপুর সড়কে ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটার সময় ইউপি সদস্য আব্দুল্লাহ বাধা দিলে তাকে ধারালো দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়। আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির আধাঘন্টা পর শামসুর রহমান লাল্টু হাসপাতালে মারা যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের আটকের জন্য অভিযান জোরদার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।