বেনাপোলে ভারত ফেরত ২৫ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:৫৪,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় ২৫ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার(১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় তারা আটক হয়।
আটককৃতরা হলেন, যশোরের অভয় নগরের আয়েশা(৫০), জাকিয়া(০৮), জেসমিন(২৮), মরিয়ম(০৫), কুলসুম(৩৩), রেশমা(২৪), বৃষ্টি(০৮), নড়াইলের আলামিন(১২), আফরোজা(২৮), খাদিজা(০১), বনি(২০), সিলভি(১৩), রিয়া(২৮), সুফিয়া(৪৩), শম্পা(১৫), আবুল(৪৫), ছাবিনা(৩৪), খুলনার মাসুম(৩৫), শিউলি(৩০), সোনা বিবি(৪৮), মরিয়ম(০৫), জাহিদ(২২), ঝিনাহদাহের শহিদুল(২৮) ও কুষ্টিয়ার রজব আলী(৩৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বেনাপোল চেকপোস্ট রেললাইন সীমান্ত পথে পাসপোর্ট ছাড়া একদল নারী-পুরুষ দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশ আসছে। পরে ওই সীমান্তে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দের প্রক্রিয়া চলছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করার পর মঙ্গলবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।