বৃহস্পতিবার ৫ ঘন্টার অনশনে বসবেন এরশাদ
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৩৪,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক: চলমান সহিংসতা বন্ধ ও সর্বদলীয় সংলাপের দাবিতে বৃহস্পতিবার পাঁচ ঘন্টার অনশনে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতীকী গণঅনশন কর্মসূচি চলবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব নির্ধারিত মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার এ অনশন পালন করবেন সাবেক এই রাষ্ট্রপতি।
মঙ্গলবার অনশনে বসার ঘোষণা দিয়েছিলেন এরশাদ। এ ছাড়া দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠিও দেন তিনি।
২০১৩ সালের সেপ্টেম্বরেও দুই নেত্রীকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন এরশাদ। সেবার তার আহ্বানে সাড়া দেননি