বৃহস্পতিবার সারাদেশে বিএনপির আইনজীবীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৪০,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বেগম খালেদা জিয়ার ডাকা ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল সফল করতে দেশের সকল আইনজীবী সমিতিতে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেনদ্রীয় কমিটি।
বুধবার হরতালের পক্ষে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন শেষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচে এ কর্মসূচির ঘোষনা করেন সংগঠনের মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
এ সময় তিনি বলেন, গনতন্ত্র রক্ষার স্বার্থে দেশের সকল(বারে) আইনজীবী সমিতিতে আগামীকাল বৃহস্পতিবার ২০ দলের কর্মসূচিকে আরো জোরদার করতে বিক্ষোভ সমাবেশ করবেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ বেলা ১২টার দিকে সুপ্রিমকোর্ট এলাকায় হরতাল-অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মীর নাসির উদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট আশরাফ উজ্জামান, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, ড.আরিফা জেসমিন নাহিন, গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী।
এদিকে একই সময়ে বার ভবনের নিচে নৈরাজ্য, অরাজকতা ও হরতাল অবরোধের বিপক্ষে সুপ্রিমকোর্টে মিছিল সমাবেশ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
এতে নেতৃত্ব দেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বাসেদ মজুমদার। এ সময় প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।