বৃহস্পতিবার সংসদে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:০০:০৬,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এবারের ঘোষিত বাজেটের আকার ২ লাখ ৯৫ লাখ ২৭২ কোটি টাকা বলে জানা গেছে।সংযোজন, বিয়োজন শেষে ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে। এটি হবে বর্তমান সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় এবং দেশের ৪৪তম বাজেট।
জতীয় সংসদে উপস্থাপনের সময় বাজেটের নানা দিক ও সরকারের সাফল্য তুলে ধরা হবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী ২০১৪-১৫ জাতীয় সংসদে পেশ করা হবে।
বাজটের বিষয়ে মতামত নিতে ওয়েবসাইট (http://www.mof.gov.bd) সকল তথ্য দেয়া থাকবে। দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে বলে মন্ত্রণালয় সূত্রে জানাগেছে।