‘বৃটেনে মিনা রহমানের নির্বাচনী ক্যাম্পেইনে উগান্ডার সাবেক প্রধানমন্ত্রী’
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৩৭,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
প্রবাস ডেস্ক::
সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্যে কনজারভেটিভ প্রার্থীকে নির্বাচিত করা উচিত, কেননা কনজারভিটিবের সাথে আফ্রিকান ব্যালুর মিল রয়েছে। এ মন্তব্য উগান্ডার সাবেক প্রধানমন্ত্রী কেথিকিলো’র। ১১ জানুয়ারী বার্কিং আসনের কনজারভেটিব দলীয় এমপি প্রার্থী মিনা রহমানের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এমন্তব্য করেন।
তিনি মিনা রহমানকে নির্বাচিত করার জন্যে বার্কিংয়ে বসবাসরত আফ্রিকান কমিউনিটির প্রতি আহবান জানান। এসময় এবি ওয়ার্ডের সেন্ট মন্টিগো চার্চে আয়োজিত নির্বাচনী সমাবেশে স্থানীয় কনজারভেটি নেতা রিচার্ড সেমিটেগোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন পলহেনরী, এডিসন পল, জোসেফ গডফেরী, গয়াছুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ। মিনা রহমান বলেন তিনি নির্বাচিত হলে হাউজিং,ব্যবসা, পার্কিং ও স্থানীয়দের লেইজার ফ্যাসিলিটির সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।