বৃটেনে বাঙালী রেস্টুরেন্টে মারামারি এক মালিকের ছুরিকাঘাতে অপর মালিক আহত
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:২৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
ইব্রাহিম খলিল::
যুক্তরাজ্যের সারের চেসিংটন এলাকার হুকে একটি বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টে দু‘জন মালিকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক মালিকের ছুরিকাঘাতে অপর মালিক মারাত্মক আহত হয়েছেন। চেসিংটনের প্যারেড রোডের ’দি রেড রাজ’ রেস্টুরেন্টে এ ঘটনা সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অন্য মালিক আজিজ মিয়া (৫৩)‘কে গ্রেফতার করে উইম্বলডন ম্যাজিস্টেট কোর্টে হাজির করে চার্জ গঠন করেছে। আজিজ মিয়ার কাছে ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্বার করে পুলিশ। তার বিরুদ্ধের হত্যা প্রচেস্টার অভিযোগ আনা হয়েছে। আহত মালিক রেস্টুরেন্টে শেফ হিশেবে কর্মরত ছিলেন।
গত ২৫ বছর ধরে তারা এই ব্যবসা চালিয়ে আসছিলেন। আহত মালিক সাজ্জাদুর রহমানকে হাসপাতালে ৫ ঘন্টা অপারেশন করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। অপর মালিক আজিজ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত আজিজ মিয়ার বাড়ি সিলেটের ছাতকে। আহত সাজ্জাদুর রহমানের বাড়ি সিলেটের বিশ্বনাথে বলে জানা গেছে।