বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:০৫,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশ দেয়ার পর বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ দুপুরে এই রায়ে আজহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেয়।
তারই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হচ্ছে বলে নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র। কিছুক্ষণের মধ্যেই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেই জানায় সূত্রটি।