বুধবার হরতাল ডেকেছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২:২১:১৭,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক ::বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও
চট্টগ্রাম নগরী হরতালের আওতামুক্ত থাকবে। এছাড়া হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম সিটি আওতামুক্ত রেখে সারাদেশে বিক্ষোভ মিছিল করবে
দলটি।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
সোমবার বিকালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারাভিযান চালানোর সময় কাওরান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
চালিয়েছে দুর্বত্তরা। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। এসময় তারা একটি এম্বুলেন্সসহ দুটি ভাংচুর করেছে।
এ ঘটনায় খালেদার গাড়ি বহরে থাকা ৫ জন সিএসএফ সদস্য ও ২/৩জন মহিলা আহত হয়েছে।