বুধবার শপথ নিবেন নবনির্বাচিত তিন নগর পিতা
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:১৪,অপরাহ্ন ০৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: আগামী বুধবার শপথ নিবেন ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন নগর পিতা।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত মেয়ররা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাসির উদ্দিন।
একই দিন তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাড়ে ৪ ঘণ্টা পর তা বর্জন করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। আর তিন সিটিতেই জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা।
তথ্যসূত্র: যুগান্তর