বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:০৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বৃদ্ধি করায় এসএসসির ১৮ ফেব্রুয়ারি বুধবারের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। একইসাথে শিক্ষামন্ত্রী পরীক্ষার সময় হরতাল না দেয়ার জন্য আবারো বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়ার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী, হরতাল হলে পরীক্ষা হবে না। তবে অবরোধে পরীক্ষা চলবে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়ায় তৃতীয়বারের মতো এসএসসি পরীক্ষা পেছানো হলো।