বুদ্ধিজীবীদের ‘ক্যান্সার’ আখ্যা দিলেন খাদ্য মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:২৪,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
টক-শো’র কথিত বুদ্ধিজীবীদের দেশের ‘ক্যান্সার’ আখ্যা দিয়ে খাদ্য মন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন যারা টক-শো তে যায় তারা বাংলাদেশের সব জান্তা। এসব বুদ্ধিজীবী পেয়াজ, চালের ব্যবসা থেকে শুরু করে সব করতে পারবে। তাদের কথা শুনলে মনে হয়, প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তারা তাও চালাতে পারবেন।
আজ রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘জঙ্গীবাদ রাজনীতি: মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুদ্ধিজীবীরাই বিএনপিকে উষ্কে দিচ্ছে বলে অভিযোগ করে কামরুল বলেন, এসব বুদ্ধিজীবী মাঝ পথে হেঁটে দুই দলকে ‘প্যারালাল’ করতে চায়। এ ধ্বংসযজ্ঞের মধ্যেও যারা সন্ত্রাসীদের (বিএনপি) সাথে আলোচনা করার কথা বলে তারা বিষফোঁড়া ছাড়া আর কিছু নয় বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির মধ্যে বিবেকবান, শুভ সম্পন্ন এখনো কিছু নেতা রয়েছে। যারা অচিরেই দল ছেড়ে আসবে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির এই আউটসোর্সিং মার্কা আন্দোলন অচিরেই শেষ হয়ে যাবে। সন্ত্রাস করে তারা দেশের সাধারণ মানুষ হত্যা করার দায় তাদের দিতেই হবে। কাউকেই ছাড় দেওয়া হবেনা। দেশের মানুষ এই হত্যাকারীদের বিচার চায়।
আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধ মহাজোট চেয়ারম্যান মো. মনিরুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) শচীন কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সহ প্রমুখ।