বিয়ে বাড়িতে ছাদ ভেঙে কনে সহ মৃত ৭
প্রকাশিত হয়েছে : ৫:১১:০০,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: বিয়ে বাড়ির আসরে তখন সবাই খুশিতে ব্যস্ত। কিন্তু এর মাঝেই হঠাত্ ছাদ ভেঙে পড়ে মাটির তলায় চাপা পড়ে গেলেন অনেকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের শাহাদবাগের ফাজিয়ান নামের এক ভাড়া বিয়ে বাড়ির হলে। খবর পেয়ে উদ্ধারকারী দল যায় ঘটনাস্থলে। বিয়ের পাত্রী, তিন শিশু সহ মোট সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই বিয়ে বাড়ির হলটি কিছুদিন আগেই তৈরি হয়েছিল, গতকাল রাতে বৃষ্টিতে বাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছিল। এই কারণেই ছাদ ধসে পড়ার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। বিয়েবাড়ির হলের মালিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
সূত্র: জি নিউজ