বিয়ের পিঁড়িতে বসা হল না তাসমিয়ার
প্রকাশিত হয়েছে : ৩:৪১:৩১,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিয়ের পিঁড়িতে বসা হল না কক্সবাজারের মেয়ে তাসমিয়া ইসলামের। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা তাসমিয়ার বিয়ে ঠিক হয়েছিল মিরসরাইয়ের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী তাহমিদ হাসান রাইতুলের সঙ্গে। ২৪ জানুয়ারি চট্টগ্রামে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের পরই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর কথা ছিল তাসমিয়ার। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না। হাতে মেহেদি না পরে রক্তমাখা শরীর নিয়ে তাকে বিদায় নিতে হল পৃথিবী থেকে।
শুক্রবার মাইক্রোবাসে চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়ায় দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা মা তাহেরা বেগমের সঙ্গে নিহত হন তাসমিয়া। এ দুর্ঘটনায় বাড়ির কাজের মেয়ে এবং মাইক্রোবাস চালকও নিহত হন। সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে তাসমিয়াদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজার অভিমুখী একটি পিকনিক বাসের। এ ঘটনায় তাসমিয়ার ভাই রাজিবসহ পিকনিকের বাসের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে রাজিবকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়াও পিকনিক বাসের আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি চিরিংগা হাইওয়ে পুলিশ উদ্ধার করে হেফাজতে রেখেছে।
তাসমিয়ার বড় মামা রফিকুল হুদা চৌধুরী জানান, তাসমিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী মিরসরাইয়ের এক ছেলের বিয়ে ঠিক হয়। ২৪ জানুয়ারি চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠান আয়োজন করার উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তা (বিজিবি) কর্নেল জামান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম এবং চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
চিরিংগা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে গরীবউল্লাহ শাহ ‘চয়েস’ পরিবহনের একটি পিকনিক যাত্রীবাহী চেয়ার কোচ (নং চট্টমেট্রো-ব-১১-০৮৩৮) নিয়ে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া উপজেলার বরইতলা রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা চট্টগ্রামমুখী প্রাইভেট নোহা মাইক্রোবাসের (নং চট্টমেট্রো-চ-১১-১৯৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ফয়জুর রহমান জানান, দ–র্ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়ক পিচ্ছিল হওয়ায় এবং পিকনিকের বাসটি ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
খুলনায় শিশু নিহত : খুলনা ব্যুরো জানায়, মহানগরীর খালিশপুর থানার গাবতলা এলাকায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. আবদুল্লাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর জনতা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত শিশু আবদুল্লাহ স্থানীয় খাদিজাতুল কোবরা হাফিজী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।