বিয়ের পিঁড়িতে ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনি
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫৪,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৪
হেলসিংকি: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি। পাত্রী ইতালী প্রবাসী ন্যান্সী খানম। দুই পরিবারের সম্মতিতে সামাজিক রীতিনীতি মেনে দু’জনে বিয়ে করেছেন সপ্তাহ দুই আগে। বিয়ে নিয়ে জানতে চাইলে জনি বলেন, পারিবারিক সূত্রে পরিচয়, তারপর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এর পর উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে। গেল সপ্তাহ ঈদকেন্দ্রিক ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছিল সদ্য বিবাহিত এই দম্পতির। আগামী ১২ই অক্টোবর হেলসিংকিতে তাদের বিবাহোত্তর আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। বিয়ের পরপরই আনুষ্ঠানিকতার ঘোষণা আসে জনি-ন্যান্সী জুটির পক্ষ থেকে। আমন্ত্রন পেয়েছেন প্রবাসী বন্ধুবান্ধব সহ অনেকে। হেলসিংকিতে হাকানিয়েমীর নদীর ধারে ওয়েসকি নামক এক জাহাজে এই আয়োজন। কয়েক দশকের পুরাতন এই পরিত্যাক্ত জাহাজটিকে এক ফিনিশ ব্যাবসায়ী রেষ্টুরেন্ট বানিয়ে ব্যবসা করছেন।